নগরীর ব্যস্ত সড়কে হকারি নিষিদ্ধ: বিকল্প স্থান লালদিঘির পাড়
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৫০ AM

নগরীর ব্যস্ত সড়কে হকারি নিষিদ্ধ: বিকল্প স্থান লালদিঘির পাড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/১০/২০২৫ ০৫:৩৩:৫৭ PM

নগরীর ব্যস্ত সড়কে হকারি নিষিদ্ধ: বিকল্প স্থান লালদিঘির পাড়


নগরীর ব্যস্ততম সড়কগুলোতে হকারদের যন্ত্রনায় অতিষ্ট নগরবাসীরা। এতে হকারি ও অস্থায়ী দোকান বসানো নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। 

শনিবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক আদেশে জানানো হয়, নগরীর বন্দর, জিন্দাবাজার, লামাবাজার, তালতলা, আম্বরখানা ও চৌহাট্টা এলাকায় আগামীকাল রোববার থেকে কোনো ধরনের হকার বা অস্থায়ী দোকানপাট বসানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

আদেশে বলা হয়েছে, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল ও নগরীর শৃঙ্খলা রক্ষার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেউ এই নির্দেশনা অমান্য করে উল্লিখিত এলাকায় হকারি কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরবাসীর সহযোগিতা কামনা করে বলা হয়েছে, নগরীর সৌন্দর্য ও চলাচলের স্বাভাবিকতা বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।

এ ব্যাপারে সিলেট জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম বলেন, নগরীর যানযট নিরসন ও জনসাধারণের চলাচলের সুবিধায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে, তাদেরকে আমরা লালদিঘির পাড়ে জায়গা করে দিয়েছি রোববার থেকে তারা সেখানেই তাদের ব্যবসা পরিচালনা করবেন। আদেশ অমান্য করে যদি কেউ ব্যস্ত এলাকায় হকার বা অস্থায়ী দোকান বসানো হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর