গোয়াইনঘাটে এইচ এস সির ফলাফলে তোয়াকুল কলেজ সেরা
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৩:২৯ AM

গোয়াইনঘাটে এইচ এস সির ফলাফলে তোয়াকুল কলেজ সেরা

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১০/২০২৫ ০৪:৪৪:১৪ PM

গোয়াইনঘাটে এইচ এস সির ফলাফলে তোয়াকুল কলেজ সেরা


এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল কলেজের শিক্ষার্থীরা গৌরবজনক সাফল্য অর্জন করেছে। উপজেলার সব কয়টি কলেজ গুলোর মধ্যে সেরা ফলাফল অর্জন করেছে তোয়াকুল কলেজ। এবারের এইচএসসির ফলাফল বিপর্যয়ের মধ্যেও তোয়াকুল কলেজ তাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। এই কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় ৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৬৯ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৬.২৫ শতাংশ।

জানা যায়, ২০১৭ সাল থেকে তিনবার গোয়াইনঘাট উপজেলায় তোয়াকুল কলেজ সেরা ফলাফল অর্জন করে ফলাফলের দিক দিয়ে প্রথম স্থানে অধিষ্ঠিত হয়। এইবার নিয়ে তাদের কলেজ এই চারবার গোয়াইনঘাটের সেরা ফলাফল ও প্রথম স্থান অধিকার করেছে।

তোয়াকুল কলেজের অধ্যক্ষ লোকমান শিকদার বলেন,এই ফলাফল আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। এই অসাধারণ সাফল্যের পেছনে রয়েছেন কলেজের প্রভাষকবৃন্দ, যাঁরা অত্যন্ত নিষ্ঠা, পরিশ্রম ও আন্তরিকতায় শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা প্রদান করেছেন। তাঁদের অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের ফলেই আজ আমরা এই সাফল্য উপভোগ করতে পেরেছি।

এছাড়াও, কলেজ পরিচালনা কমিটির সহযোগিতা, অভিভাবকদের উৎসাহ ও এলাকাবাসীর সার্বিক সহায়তা আমাদের অনুপ্রাণিত করেছে প্রতিটি ধাপে। শিক্ষা বিস্তারে তাঁদের এ অবদান নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়। তিনি তোয়াকুল কলেজের এ ধারাবাহিক অগ্রযাত্রা আগামীতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং কলেজের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর