
হবিগঞ্জে স্থানীয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান কর্তৃক সোনিয়া আক্তার নামে এক নারীকে থাপ্পড় দেওয়ার ঘটনা ফেসবুকে ভাইরাল হয়েছে।
বুধবার মাধবপুর উপজেলার গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এসআই মিজান মাধবপুর থানার অধীনে কাশিমনগর পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।
জানা গেছে, আদালতের উদ্ধার কাজের জন্য পুলিশের একটি টিম চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামের সোনিয়া আক্তারের বাড়িতে যায়। পুলিশের উপস্থিতিতে বাড়ির লোকজন বাধা দিলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। একপর্যায়ে সোনিয়া ভিডিও ধারণের চেষ্টা করলে এসআই মিজান তার কানে থাপ্পড় দেন। এ সময় আরও কয়েকজন পুলিশ সদস্য তাকে প্রতিহত করে।
এদিকে ঘটনার সিসিটিভি ভিডিও ফেসবুকে মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। কেউ বলছেন, অনুমতিবিহীনভাবে কারও ভিডিও করা ঠিক নয়, আবার কেউ পুলিশ কর্মকর্তার এই আচরণকে অপেশাদারিত্ব হিসেবে দেখছেন।
অন্যদিকে, এসআই মিজানুর রহমান দাবি করেছেন, তাদের ওপর হামলা হয়েছে এবং সে বিষয়ে মামলা চলছে।
তিনি বলেন, আপনি শুধু থাপ্পড়ের বিষয়টি দেখছেন, আমাদের ওপর হামলার বিষয়টি দেখছেন না।
ভুক্তভোগী সোনিয়া আক্তার অভিযোগ করেছেন, তাকে কেবল থাপ্পড়ই দেওয়া হয়নি, রক্তাক্তও করা হয়েছে। আমি যদি অন্যায় করি, আদালত আমাকে সাজা দেবে। কিন্তু পুলিশ কর্মকর্তার এমন আচরণ গ্রহণযোগ্য নয়।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে ঘটনার অন্যান্য দিকও খতিয়ে দেখার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আজকের সিলেট/এপি
