জগন্নাথপুরে নদীতে মাছ শিকার করতে গিয়ে জেলে নিখোঁজ
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১১:৫৯ AM

জগন্নাথপুরে নদীতে মাছ শিকার করতে গিয়ে জেলে নিখোঁজ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১০/২০২৫ ০৯:০৫:৫৯ PM

জগন্নাথপুরে নদীতে মাছ শিকার করতে গিয়ে জেলে নিখোঁজ


সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতের আঘাতে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলের নাম বিপ্লব দাশ (৩৫)। তিনি রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের দিরু দাশের ছেলে।

বৃহস্পতিবার বিকালে রানীগঞ্জ বাজারসংলগ্ন খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকালে বিপ্লব দাশ নৌকা নিয়ে কুশিয়ারা নদীতে বড়শি ফেলে মাছ ধরছিলেন। হঠাৎ বৃষ্টি ছাড়া বজ্রপাত শুরু হলে তিনি নদীর মাঝপানিতে ছিলেন। একসময় বজ্রপাতের আঘাতে তিনি নৌকা থেকে পড়ে যান।

বজ্রপাত থেমে গেলে স্থানীয়রা নৌকা নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পরও বিপ্লবের কোনো সন্ধান না পেয়ে তারা নদীর পাড়ে ফিরে আসেন। সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী সাজু মিয়া বলেন, ‘আমার দোকানে বিপ্লব প্রত্যেক দিন আসা যাওয়া করতো। আজ বিকালের দিকে বজ্রপাতের আঘাতে পানিতে পরে নিখোঁজ রয়েছে। আমরা নৌকা নিয়ে বিপ্লবের নৌকা দেখে আসছি। এখনো তার সন্ধান পাওয়া যায় নাই।’

নিখোঁজের বাবা দিরু দাশ বলেন, ‘আমার ছেলে প্রত্যেক দিন এই স্থানে নৌকা নিয়ে বড়শী দিয়ে মাছ ধরতো। আজ বিকালের দিকে বজ্রপাতের আঘাতে পানিতে পড়ে নিখোঁজ হয় সে হয়েছে। আমরা এখনো তাকে খুজি পাই নাই।’

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, আমরা খবর পেয়েছি, বজ্রপাতের আঘাতে এক জেলে নিখোঁজ হয়েছে। তবে এখনও নিশ্চিত নয় যে, বজ্রপাতে নিহত হয়েছে কিনা। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করছি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ বলেন, রানীগঞ্জ বাজারের পাশে কুশিয়ারা নদীতে এক জেলে নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। স্থানীয়ভাবে ডুবুরি না থাকায় অন্য এলাকা থেকে ডুবুরি আনার চেষ্টা চলছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর