সিলেটের ৬টি আসনে এনসিপির মনোনয়ন চান ১১ প্রার্থী
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৯:২০ AM

সিলেটের ৬টি আসনে এনসিপির মনোনয়ন চান ১১ প্রার্থী

মো: ফারুক মিয়া

প্রকাশিত: ১৪/১০/২০২৫ ১০:২০:১৪ AM

সিলেটের ৬টি আসনে এনসিপির মনোনয়ন চান ১১ প্রার্থী


আগামী সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে সম্ভাব্য  প্রার্থীরা নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি। তবে দল যাকে মনোনয়ন দিবে তার হয়ে কাজ করবে সবাই। দেশব্যাপী এনসিপি চষে বেড়াচ্ছেন মাঠে সিলেটে করেছে পদযাত্রা এবং প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে। সিলেটের পদযাত্রা কালে এনসিপি নেত্রীবৃন্দ বলেছিলেন সিলেট নিয়ে তাদের ভিন্ন চিন্তাভাবনা রয়েছে। কারণ সিলেটে রয়েছে প্রাকৃতিক ভরপুর সম্পদ ও সিলেট প্রবাসী অধ্যুষিত বিভাগ। এ সময় তারা আগামী জাতীয় নির্বাচনে এনসিপির প্রার্থীদের বিজয়ী করে নতুন বাংলাদেশ গড়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছিলেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেটের ছয়টি আসনে ইতিমধ্যেই নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছেন এনসিপির সিলেটের দায়িত্ব নেতৃবৃন্দরা। সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা বেশ তোড় জোরে কাজ করছেন মাঠ পর্যায়ে । যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ আসন থেকে এনসিপির প্রতীক নিয়ে নির্বাচন করবেন। ইতিমধ্যে তারা নিজ নিজ আসনে নিজেদের সম্ভাব্য প্রার্থী করে এনসিপি দলের হয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন বলে জানা যায়। তবে এনসিপি যাকে গ্রীন সিগন্যাল দিবে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে অন্যরাও কাজ করবেন বলে জানা গেছে। তবে বর্তমানে সম্ভাব্য প্রার্থীরা তারা তাদের দলের হয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন। 

সিলেটের এ১ আসন গুরুত্বপূর্ণ একটি আসন। এমনও কথায় রয়েছে সিলেট এক আসনে যে প্রার্থী বিজয়ী হয় তারাই দল গঠন করে।  তাই সিলেট ১ আসনে প্রচার প্রচারণা ও মাঠে সরব রয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) এনসিপি এহতেশাম হক, সিলেট -২ আসনে  দুইজন প্রচার প্রচারণা চালাচ্ছেন, তবে দল থেকে যাকে মনোনয়ন দেয়া দেয়া হবে সেই নির্বাচন করবে। একজন প্রবাসী এবং আরেকজন দেশে থেকেই প্রচারণ চালাচ্ছেন। এনসপির যুগ্ম আহ্বায়ক, কানাডা ডায়াসপোরা এলায়েন্স ও প্রধান সমন্বয়কারী,ওসমানীনগর উপজেলা এনসিপির মিনহাজুর রহমান মিঠু, এবং সিলেট জেলা এনসিপির সদস্য  মনিরুল সাকিব। সিলেট-৩ আসনে আগে থেকে এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন। 

সিলেট ৪ আসন যেখানে রয়েছে প্রাকৃতিক সম্পদে ভরপুর সেই আসন নিয়ে এনসিপির রয়েছে ভিন্ন পরিকল্পনা তবে সিলেট ৪ আসনে এনসিপির দুইজন প্রার্থীতা দৌড়ে এগিয়ে তবে দল যাকে দিবে সেই এনসিপির প্রতীক নিয়ে নির্বাচন করবেন। সিলেট জেলার যুগ্ম সমন্বয়কারী ফয়সল আহমদ ও জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক আলী হুসেন মাঠে সরব রয়েছেন। 

সিলেট-৫ আসনে রয়েছে তিনজন প্রার্থী এনসিপির সিলেট জেলার যুগ্ম সমন্বয়কারী সালমান খুরশেদ,  এনসিপির কেন্দ্রীয় আলেম উইং ও সিলেট জেলার প্রচার সমন্বয়কারী মাওলানা মুফতি ছালিম আহমদ খাঁ, শ্রমিক উইং কেন্দ্রীয় সংগঠক শিব্বির আহমদ আলোচনায় রয়েছেন। তবে এ আসনে পাওয়ার সম্ভাবনা রয়েছে শিব্বির আহমদ ও মাওলানা মুফতি ছালিম আহমদ খাঁর।

সিলেট-৬ আসনে রয়েছে দুইজন প্রার্থী সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান ও সিলেট জেলার সদস্য আতাউর রহমান আতা।

আজকের সিলেট/এফএমএফ/এসটি

সিলেটজুড়ে


মহানগর