
উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ভিসায় স্কলারশিপসহ বিদেশে যাওয়ার জন্য সিলেটবাসীর কাছে উপস্থিত হলো এক বিশ্বস্ত প্রতিষ্ঠান ফাস্ট এডুকেশন ট্যুর এন্ড ট্রাভেল। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, মালটা, যুক্তরাজ্য সহ ইউরোপের অন্যান্য দেশে উচ্চশিক্ষার জন্য যাওয়াসহ ফাস্ট এডুকেশন ট্যুর এন্ড ট্রাভেল থেকে বিভিন্ন দেশের ট্যুর প্যাকেজ রয়েছে, টিকেটিং সহ সব কিছু একি ছাদের নিচে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সিলেট নগরীর জেল রোডের আনন্দ টাওয়ারের নিচ তলায় ফাস্ট এডুকেশন ট্যুর এন্ড ট্রাভেল'র শুভ উদ্বোধন হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডাইরেক্টর সুমন চন্দ্র রায়,পরিচালক: পংকজ মল্লিক ও মো মনির হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন,সিপার এয়ার সার্ভিস'র স্বত্বাধিকারী খন্দকার সিপার আহমদ,যাত্রিক ট্রাভেলস ও আনন্দ টাওয়ার এন্ড শপিং কমপ্লেক্স'র স্বত্বাধিকারী আব্দুল জব্বার জলিল, আর ই সি কর্পোরেশনের ম্যানেজিং পার্টনার রুমায়েল আহমেদ চৌধুরী,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ সায়েদ মিয়া,সিলেট সায়েন্স কলেজ'র প্রিন্সিপাল নওশাদ আলী সবুজ, দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক শমসের আলী, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাশ, ইউনিটি বিজনেস এর পরিচালক বৃন্দসহ অনুষ্ঠানে আরও অনেকই উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/এপি
