
এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সিলেটের দক্ষিণ সুরমায় শাফকাত জাহান শাহদি (১৮) নামে এক ছাত্র আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে নিজ বসতঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
শাহদী সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানাধীন কদমতলী এলাকার আব্দুল সালামের ছেলে। সে সিলেটের মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
জানা গেছে, ফল প্রকাশের কিছুক্ষণ পর দুপুরে নিজ বাসার একটি কক্ষে তার দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আত্মহত্যার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, শাফকাত জাহান শাহদি ৭ বিএনসিসি ব্যাটালিয়নের ক্যাডেট সার্জেন্ট ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ৭ বিএনসিসি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।
আজকের সিলেট/স্টাফ/এন.ই
