শাহজালাল বিমানবন্দরে আগুন, ঢাকার ফ্লাইট নামল সিলেটে
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১০:০৭ PM

শাহজালাল বিমানবন্দরে আগুন, ঢাকার ফ্লাইট নামল সিলেটে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/১০/২০২৫ ০৫:২১:২৫ PM

শাহজালাল বিমানবন্দরে আগুন, ঢাকার ফ্লাইট নামল সিলেটে


ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার কারণে সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বাংলাদেশ বিমানের বিজি‑৩৪০ ফ্লাইটে ৩৯৬ জন যাত্রী ছিলেন। বিমানটি শনিবার বিকেল ৩টা ৩১ মিনিটে সিলেটে অবতরণ করে। এ সকল তথ্য সিলেট ভয়েসকে নিশ্চিত করেছেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ ।


পরিচালক মো. হাফিজ আহমেদ বলেন, “ঢাকার কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় সৌদি আরব থেকে আসা বিমানটি ঢাকার পরিবর্তে সিলেটে অবতরণ করেছে। তবে আর কোন বিমান অবতরণ করবে কি না, সে বিষয়ে এখনও আমাদের কাছে কোনো নির্দেশনা নেই। যদি কোনো বিমান অবতরণ করতে চায়, আমরা ল্যান্ডিং-এর অনুমতি দেব।”

এর আগে শনিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুনের ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সাময়িকভাবে বিমানবন্দর কার্যক্রম ব্যাহত হয়।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর