অবদানের স্বীকৃতি পাচ্ছে না দাতা সদস্য
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৭:৫০ PM

অবদানের স্বীকৃতি পাচ্ছে না দাতা সদস্য

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১০/২০২৫ ১০:২৯:০৬ AM

অবদানের স্বীকৃতি পাচ্ছে না দাতা সদস্য


মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৮নং গোয়ালবাড়ী ইউপির কচুরগুল উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও আজীবন দাতা সদস্যদের নাম তালিকা বোর্ডে দৃশ্যমান নয়। এছাড়া রেকর্ড রেজিস্টারেও তথ্য অস্পষ্ট বা অনুপস্থিত রয়েছে।

এই বিদ্যালয়ে একটি প্রতিষ্ঠানিক ভবন দান করা হলেও ভবনটি দৃশ্য মান রয়েছে, কিন্তু যিনি ভবনটি দান করেছেন, দাতা সদস্যদের বোর্ডে অন্যান্য দাতাদের নামটি টিকি রয়েছে কিন্তু এই দাতা সদস্যের নাম দেখা যায়নি। 

যিনি এই ভবনটি দান করেছিলেন তিনি ২৩ বছর পর এই বিদ্যালয়টি দেখতে গেলে দেখা যায়,ভবনটি ঠিকই দৃশ্যমান রয়েছে , কিন্তু বিতরে গেলে দেকা জায় এই বেহাল অবস্থা, পরে প্রধান শিক্ষকের অফিসে প্রবেশ করলে চোখে পড়ে এই দৃশ্যমান দাতা সদস্যদের তালিকা, সেখানে আমার নাম না থাকায় অনেকেই আমাকে প্রশ্ন ছুড়ে দিলেন যে আপনি একটি ভবন  দান করেছেন। কিন্তু আপনার নাম দেখা যায়নি এই বোর্ডে।  

এক পর্যায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে আলোচনার সময় উনার নিজের মুখেই বলে উঠলেন যে হে আপনি দান করেছিলেন এই ভবনটি কিন্তু দাতা সদস্য বোর্ডে আপনার নাম না দেখে আমরাও হতবাক।

বিদ্যালয়ের ভবনদাতা জনাব আব্দুল মালিক সাচ্চু জানান,আমি ২৩ বছর আগে এই ভবনটি দান করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় ভবনটি দেখতে গেলে দাতা সদস্য বোর্ডে আমার নাম দেকতে পাইনি। 

আমি এই বিদ্যালয়ের গবর্ণিং বডির এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত এই দাতা সদস্যের বোর্ডটি সংস্কার করা হক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হুোসেন বলেন, উনি আমাদের বিদ্যালয়ের ভবন  নির্মাণ করে দিয়েছেন কিন্তু এই দাতা সদস্য বোর্ডে উনার নাম নেই। এ বিষয়ে আমি আলোচনা করবো।

দাতাদের স্বীকৃতি একটি প্রতিষ্ঠানিক সম্মান এবং ভবিষ্যৎ অনুদান আকর্ষণের গুরুত্বপূর্ণ মাধ্যম। কচুরগুল উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষের প্রতি আহ্বান—তালিকা প্রস্তুত করে দ্রুত প্রকাশ করা হোক।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর