আসছে সিলেটজুড়ে রেলপথ অবরোধের ডাক
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০২:৪৩ AM

আসছে সিলেটজুড়ে রেলপথ অবরোধের ডাক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১/১০/২০২৫ ১২:০৩:০০ PM

আসছে সিলেটজুড়ে রেলপথ অবরোধের ডাক


সিলেট বিভাগে রেলপথ উন্নয়ন ও সেবাসংক্রান্ত ৮ দফা দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে রেলওয়ের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে রেলওয়ের পক্ষ থেকে দেওয়া আশ্বাসে অসন্তুষ্ট আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে ১ নভেম্বর সিলেট বিভাগজুড়ে রেলপথ অবরোধের ঘোষণা দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন রেলওয়ের জিআরএম মো. মহিউদ্দিন আরিফের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল এবং আন্দোলনকারীদের পক্ষ থেকে সাবেক এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই প্রমুখ।
বৈঠক শেষে আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই সাংবাদিকদের জানান,

“রেলওয়ে কর্মকর্তারা কোনো বাস্তব পদক্ষেপ না নিয়ে কেবল প্রতিশ্রুতি শুনিয়েছেন। আমরা তাদের আশ্বাস ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।”
তারা আরও বলেন, ৩১ অক্টোবরের মধ্যে ৮ দফা দাবি বাস্তবায়ন না হলে ১ নভেম্বর সিলেট বিভাগজুড়ে

রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে। এদিন সিলেটবাসীকে ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর