ওসমানী বিমানবন্দরের রানওয়েতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০১:০৫ AM

ওসমানী বিমানবন্দরের রানওয়েতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/১০/২০২৫ ১০:০৮:০৮ AM

ওসমানী বিমানবন্দরের রানওয়েতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে তার নাম ও বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

বুধবার রাতে এঘটনা ঘটে।

ওসমানী বিমানবন্দর সূত্রে জানা যায়, রাতে রানওয়ে এলাকায় ট্রান্সফরমারের সংযোগের তার চুরি করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে বিমানবন্দর পুলিশ ও বিদ্যুৎ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এয়ারপোর্ট থানার ওসি আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর