ইউরোপের সব থেকে বড় পিঠা মেলার আয়োজন করে আই অন টিভি
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৪৮ AM

ইউরোপের সব থেকে বড় পিঠা মেলার আয়োজন করে আই অন টিভি

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৭/১০/২০২৫ ০৯:১৭:৫২ PM

ইউরোপের সব থেকে বড় পিঠা মেলার আয়োজন করে আই অন টিভি


লন্ডনের রয়্যাল রিজেন্সিতে হয়ে গেল যুক্তরাজ্য ও ইউরোপের সবচেয়ে বড় পিঠা মেলা। কানায় কানায় পূর্ণ মেলার আয়োজক- জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল- আইঅন টিভি। মেলায় হরেক রঙের পোশাকের বাহার হাজির হন প্রবাসী বাংলাদেশিরা। খাওয়া দাওয়া, আড্ডা, বিনোদন আর কেনাকাটার মধ্য দিয়ে অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে গান, নাচের পাশাপাশি আয়োজন করা হয় পিঠা প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় জয়ী সিলেট কর্নার। 

উপস্থিত ছিলেন স্থানীয় এমপি, কাউন্সিলর, ব্যবসায়ী প্রতিনিধি এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। বিশেষভাবে সম্মান জানানো হয় কমিউনিটিতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। আইঅন টিভি পরিবারের দুই সদস্য—বর্ণালি চক্রবর্তী ও চায়না চৌধুরী—কে, গত বছরের ধারাবাহিক অবদানের জন্য বর্ষসেরা হিসেবে সম্মাননা দেয়া হয়। শামীমা মিতাকে ঘোষণা করা হয় হেড অব ইভেন্ট।

স্থানীয় শিল্পীদের নাচ ও গান পরিবেশনায় পুরো রিজেন্সি হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। পিঠা ও খাবারের স্টলগুলোতে উপচে পড়ে ভিড় দেখা যায়। প্রায় অর্ধশত বাংলাদেশি খাবারের স্টল দর্শকদের জন্য সুস্বাদু আয়োজন করেছিলো।

সবশেষে মঞ্চ মাতান বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। তার গানের সঙ্গে মিলিয়ে অনুষ্ঠান শেষ হয় অসাধারণ এক আনন্দ উদযাপনের মাধ্যমে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর