দুবাইয়ে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের উদ্যোগে মহালয়ার আয়োজন
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১১:০৯ PM

মহালয়ায় প্রবাসের মাঠিতে সনাতনী ধর্মালম্বীদের মিলনমেলা

দুবাইয়ে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের উদ্যোগে মহালয়ার আয়োজন

আমিনুল হক খোকন

প্রকাশিত: ২৩/০৯/২০২৫ ১২:২৩:২১ PM

দুবাইয়ে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের উদ্যোগে মহালয়ার আয়োজন

ছবিঃ আজকের সিলেট


সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী সনাতন ধর্মালম্বীদের সংগঠন প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের উদ্যোগে শুভ মহালয়া অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। 

রোববার থেকেই প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের উদ্যোগে আমিরাতের আজমান প্রদেশে শুভ মহালয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উত্তম কুমার সরকারের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অজিত কুমার রায়৷ সনাতনী প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে দুই পর্বের অনুষ্ঠানে সংগঠনের লগো উন্মোচন, মেগাজিন প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আয়োজনে করা হয়েছিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা রঞ্জন মজুমদার, বিশ্বনাথ দে, অসীম কুমার ভট্টাচার্জ, প্রদীপ কুমার রায় চৌধুরী, দিনোবন্ধু তালুকদার, রাজু চৌধুরী। 

বিশেষ অতিথি ছিলেন বাবু অদুল কান্তি চৌধুরী, অনিতা চৌধুরী, বাবু মৃনাল কান্তি চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্য লগ্ন শুভ মহালয়া। মহালয়া আয়োজনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু হয়েছে। দেবী দুর্গা এই দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়।

দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্বর্ণালী ঘোষ। নৃত্য পরিচালনায় ছিলেন মিতা হায়িত এবং সঞ্চিতা রায়। সংগীত পরিচালনায় ছিলেন শিমুল দেবনাথ। চন্ডীপাঠে ছিলেন শুভ ব‍্যানার্জি ।

সংগীত পরিবেশনায় ছিলেন সুমনা দাশ, স্নিগ্ধা সরকার তিথি, মিতা সাহা, পাপড়ি মল্লিক, রুমকি সরকার, অনামিকা সাহা, কলি মজুমদার, বীথি সেন, প্রমীলা সেন, পূজা এইচ, পূর্ণিমা রানী শীল, দ্বীপ দেবনাথ, শিপন কর্মকার, সঞ্জয় সরকার , রিংকু সরকার ও শিবলু দাশ। যন্ত্র সংগীতে ছিলেন বাবু অজিত রায়, শিমুল দেবনাথ, বাপ্পারাজ নাথ, হিমেল দেবনাথ ও ওম সরকার।

আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হলেও মূলত আজ থেকেই দুর্গাপূজার আগমনধ্বনি শোনা যাবে। দুর্গাপূজার এই সূচনার দিনটি আড়ম্বরের সঙ্গে উদযাপিত হবে। বাংলাদেশে মহালয়া উপলক্ষে বিভিন্ন মন্দির ও পূজা কমিটি বিভিন্ন কর্মসূচি পালন করবে। 

প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের উদ্যোগে আমিরাতের আজমান প্রদেশে চণ্ডীপাঠ, চন্ডীপূজা ও বিশেষ পূজার মধ্য দিয়ে মহালয়ার ঘট স্থাপন করা হবে।

আজকের সিলেট/এএইচকে

সিলেটজুড়ে


মহানগর