
মুসলিম মাত্রই দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভে সচেষ্ট থাকেন। সব সময় চেষ্টা করেন, কি করে এমন কাজ করা যায় যাতে দুনিয়াতে যেমন সফলতা আসবে, পরকালে মুক্তির পথও তরান্বিত হবে। সেক্ষেত্রে রাসুল (সা.) এমনটি দোয়া আমাদের শিখিয়েছেন যেটি পাঠ করলে উভয় জাহানের কল্যাণ লাভ হয়।
দোয়াটি হলো-
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল মুআফাতা ফিদ্দুনইয়া ওয়াল আখিরাহ।
অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা কামনা করি।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, মানুষ যত দোয়া করে তার মধ্যে এর চেয়ে উত্তম কোনো দোয়া নেই। (ইবনে মাজাহ, হাদিস : ৩৮৫১)
আজকের সিলেট/ডি/এসটি
