কালবেলার সহসম্পাদক হলেন গোয়াইনঘাটের আবু তালহা রায়হান
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৮:০২ AM

কালবেলার সহসম্পাদক হলেন গোয়াইনঘাটের আবু তালহা রায়হান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০৮/২০২৫ ০১:১৭:৩৯ AM

কালবেলার সহসম্পাদক হলেন গোয়াইনঘাটের আবু তালহা রায়হান

খ্যাতিমান সাংবাদিক ও কালবেলার বিভাগীয় প্রধান (অনলাইন) পলাশ মাহমুদের হাত থেকে নিয়োগপত্র গ্রহণ করছেন নবনিযুক্ত সহসম্পাদক আবু তালহা রায়হান | ছবি : আজকের সিলেট


দেশের প্রথম সারির শীর্ষ সংবাদমাধ্যম দৈনিক কালবেলায় যুক্ত হয়েছেন তরুণ আলেম সাংবাদিক মাওলানা আবু তালহা রায়হান। পত্রিকাটিতে সহসম্পাদক (সেন্ট্রাল বিভাগ) হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার  আজকের সিলেটকে এ তথ্য নিশ্চিত করেছেন তালহা নিজেই।

এর আগে গত ২৮ জুলাই কালবেলা থেকে নিয়োগপত্র গ্রহণ করেন তিনি। পরে ১ আগস্ট (শুক্রবার) থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

আবু তালহা রায়হানের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বামনগ্রামে। তার পিতার নাম মাওলানা হোসাইন আহমদ। সিলেট নগরীর ঐতিহ্যবাহী মিরাপাড়া শাহকরার মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম তিনি।

২০১৮ সালে অধুনালুপ্ত সিলেটের জনপ্রিয় নিউজ পোর্টাল ইজহারে হক ডটকমের মাধ্যমে সাংবাদিকতায় পা রাখেন আবু তালহা রায়হান। এরপর পর্যায়ক্রমে কাজ করেছেন আজকের সিলেট.কম, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আলোকিত প্রতিদিন (সহসম্পাদক), দৈনিক নয়া শতাব্দী (সহসম্পাদক) ও দৈনিক সবুজ বাংলাসহ ( ফিচার সম্পাদক) মূলধারার বিভিন্ন গণমাধ্যমে। সবশেষ তিনি মাগুরা গ্রুপের প্রতিষ্ঠান দৈনিক বাংলাদেশের খবর পত্রিকায় কর্মরত ছিলেন।

কিশোর বয়স থেকেই লেখালেখিতে বেশ সক্রিয় ছিলেন আবু তালহা রায়হান। দু'হাত খুলে লিখেছেন শিশুতোষ ছড়া-কবিতা, প্রবন্ধ-নিবন্ধসহ গল্পও। ২০২১ সালে তাঁর প্রথম কাগুজে সন্তান (শিশু-কিশোর ছড়াগ্রন্থ) 'আমার কলম আঁকতে জানে' প্রকাশ হয়। চলতি বছর আরও দুটি গ্রন্থ প্রকাশের পথে বলে জানিয়েছেন এই লেখক-সাংবাদিক।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর