ঢাকায় সিলেট বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা : কারা হাসবেন শেষ হাসি?
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৪:২৮ PM

ঢাকায় সিলেট বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা : কারা হাসবেন শেষ হাসি?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/১০/২০২৫ ০৮:৫৬:০৬ AM

ঢাকায় সিলেট বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা : কারা হাসবেন শেষ হাসি?


সিলেট বিভাগের ১৯টি আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে আজ বৈঠকে বসবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেল ৩টায় রাজধানীতে গুলশান কার্যালয়ে এ বৈঠক হবে। এ জন্য বিভাগের ১৯টি আসনের প্রায় ৮০ জন মনোনয়নপ্রত্যাশী ঢাকা অবস্থান করছেন।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রাথমিক খসড়া তালিকার কাজ শেষের দিকে। দল যাকে যোগ্য মনে করে তাকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেবে।

সিলেট-১ আসনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী এবং সিলেট-২ আসনে ইলিয়াস আলীর পত্নী তাহসিনা রুশদীর লুনা ও প্রবাসী বিএনপি নেতা হুমায়ুন কবির রয়েছেন আলোচনায়।

এ ছাড়া সিলেট-৩ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্ঠা ব্যারিস্টার এমএ সালাম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক, আব্দুল আহাদ খান জামালসহ ৭ জন মনোনয়নপ্রত্যাশী রয়েছেন।

সিলেট-৪ আসনে দলের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হেকিম চৌধুরী, প্রয়াত এমপি দিলদার হোসেন সেলিমের স্ত্রী সহ অন্তত ৫ জন মনোনয়নপ্রত্যাশী।

সিলেট-৫ আসনে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ মামুন (চাকসু মামুন), জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী, যুক্তরাজ্যপ্রবাসী ফাহিম আল চৌধুরী, জাকির হোসেনসহ ছয়জন মনোনয়নপ্রত্যাশী।

সিলেট-৬ আসনে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা আবুল কাহের শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান চৌধুরী শাহিন, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরীসহ ৭ জন মনোনয়নপ্রত্যাশী।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর