উন্নত ও মডেল সিলেট গঠনে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই : মাওলানা হাবিবুর রহমান
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ AM

বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাথে মতবিনিময়

উন্নত ও মডেল সিলেট গঠনে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই : মাওলানা হাবিবুর রহমান

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ০৮:৪০:৪৪ PM

উন্নত ও মডেল সিলেট গঠনে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই : মাওলানা হাবিবুর রহমান


জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- দেশের সকল নাগরিকের অধিকার সমান। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে দেশের প্রতিটি মানুষের অংশগ্রহণ রয়েছে। তাই সকল শ্রেণীপেশার মানুষকে সাথে নিয়েই দেশ জাতি ও সমাজকে এগিয়ে নিতে হবে। জামায়াত একটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ গঠন করতে চায়। দীর্ঘদিনের পুঞ্জিভুত জঞ্জালকে সরিয়ে সন্ত্রাস, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে চায়। অনেক সম্ভাবনা থাকা সত্তেও সুযোগ্য নেতৃত্বের অভাবে সিলেট কাংখিত উন্নয়ন থেকে বঞ্চিত। উন্নত ও মডেল সিলেট গঠনে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাটের কবর রচিত হয়েছে। এই দেশে আর কেউ চাঁদাবাজী করার চেষ্টা করলে সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে। জামায়াত সবধরণের অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে সবসময় স্বোচ্ছার ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।

গতকাল বুধবার বিকেলে সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। প্রবীণ শ্রমিক নেতা হাজী বিরাই মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, দক্ষিণ সুরমা থানা আমীর মাওলানা মুজিবুর রহমান ও সেক্রেটারী মাওলানা ফয়জুল ইসলাম জায়গীরদার, সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির মিয়া ও সেক্রেটারী মোঃ আব্দুল আজিজ।

বক্তব্য রাখেন- সংগঠনের সাধুর বাজার ইউনিট সভাপতি জইন উদ্দিন, সেক্রেটারি রাহাত আহমদ, ভার্থখলা ইউনিট সভাপতি জামিল আহমদ, সেক্রেটারি নাছির উদ্দিন, বিশিষ্ট মুরুব্বি জামাল মিয়া ও কাওসার মিয়া প্রমূখ।

আজকের সিলেট/এপি/বিজ্ঞপ্তি

সিলেটজুড়ে


মহানগর