
মাঝে মাঝেই অভিনেত্রীদের যৌন হেনস্তার খবর শোনা যায়। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহা আলি খানেরও রয়েছে এ অভিজ্ঞতা। প্রকাশ্য দিনের বেলায় একবার যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করেছেন সেদিনের সেই ভয়াবহ অভিজ্ঞতা।
অভিনেত্রীর কথায়, ‘ইতালিতে দিনেরবেলাতে আমাকে উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করা হচ্ছিল। এটা আমাকে এখনও ভাবায়। আমি জানিনা এমন করার পেছনে তাদের কী উদ্দেশ্য ছিল।’
এরপর সোহা যোগ করেন, ‘আমি একটা নিরাপত্তাবলয়ের ভেতর বড় হয়েছি যা আমাকে অনেক অনিরাপদ পরিস্থিতি থেকে রক্ষা করেছে। তাই আমাকে খুব বেশি এমন অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় না। তবে জানি, যারা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন তাদের জন্য প্রতিদিন নানা ধরনের ঘটনা ঘটে।’
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি বলিউডে ‘কাস্টিং কাউচ’-এর ঝুঁকি এড়াতে পেরেছেন। কারণ তার পরিবার বিনোদন জগতে পরিচিত। সোহার কথায়, ‘সবাই জানে আমার পরিবারে সাইফ এবং শর্মিলা আছে। তাই এই সুযোগটি আমার জন্য সহজ ছিল।’
বলে রাখা ভালো, সোহা আলি খান ভারতের পাতৌদি অঞ্চলের নবাব ও ভারতের প্রাক্তন ক্রিকেট দলের অধিনায়ক মনসুর আলি খান পাতৌদি এবং অভিনেত্রী শর্মিলা ঠাকুরের মেয়ে। সোহা তার অভিনয় জীবনে একগুচ্ছ বলিউড ও টলিউড ছবিতে অভিনয় করেছেন।
আজকের সিলেট/এপি
