
ব্রিটিশ কাউন্সিল এর অর্থায়নে বেসরকারি সংস্থা এফআইভিডিবি ও যুক্তরাজ্যের Keele University এর সহায়তায় mnvqZvqTransnational Education Exploratory Grant প্রকল্পের আওতায় মিডওয়াইফারি স্বাস্থ্যশিক্ষা, নারীর ক্ষমতায়ন ও সামাজিক অগ্রগতিতে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে ZPartnership to Support Healthcare Education and Social Progress শীর্ষক ৩ দিনব্যাপি ৪ থেকে ৬ সেপ্টেম্বর কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের Keele University প্রফেসর Dr. Sarah Aynsley, Reader in Medicine, Faculty of medicine and Health Sciences এবং Dr. Nazim Ali, Senior Lecturer (E & S), Bioscience, Senior Fellow (Advance HE)।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল মিডওয়াইফারি শিক্ষার মানোন্নয়ন, এফআইভিডিবি মিডওয়াইফারি ইনস্টিটিউটের শিক্ষকদের দক্ষতা বিকাশ এবং সামগ্রিক শিক্ষার পরিবেশ সমৃদ্ধকরনে উন্নত বিশ্বে ব্যাবহৃত পদ্ধতি সম্পর্কে সম্যক ধারনা প্রদান। প্রশিক্ষকরা আধুনিক শিক্ষণপদ্ধতি, স্বাস্থ্যশিক্ষায় প্রযুক্তির ব্যবহার, এবং সামাজিক পরিবর্তনের জন্য সমন্বিত কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালায় উপস্থিত সকল শিক্ষকমন্ডলী জানান, এটি ছিল একটি অসাধারণ, জ্ঞানসমৃদ্ধ ও অন্তর্দৃষ্টিপূর্ণ অভিজ্ঞতা; স্বাস্থ্যশিক্ষার নতুন ধারণা ও বাস্তব প্রয়োগ সম্পর্কে তারা মূল্যবান জ্ঞান অর্জন করেছেন।
প্রশিক্ষনটির সমাপনী অনুষ্ঠানে উপস্তিত ছিলেন- এফআইভিডিবি এর নির্বাহী পরিচালক বজলে মোস্তফা রাজী, পরিচালক মোঃ ফাহিম সারওয়াত এবং এফআইভিডিবি মিডওয়াইফারি ইনস্টিটিউটের প্রিন্সিপাল ইলা রানী দেব। প্রশিক্ষন গ্রহনকারীদের সনদ প্রদানের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, এফআইভিডিবি মিডওয়াইফারি ইনস্টিটিউট ২০১২ সাল থেকে ৩ বছর মেয়াদী মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ আবাসিক সুবিধা সহ শিক্ষাদান করে আসছে। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এর আওতায় পরিচালিত এই প্রতিষ্ঠানে এফআইভিডিবি প্রতি বছর আর্থিক ভাবে অসচ্ছল ছাত্রীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে।
উক্ত কর্মশালা মিডওয়াইফারি শিক্ষাকে আরো সমৃদ্ধিশালী করতে সাহায্য করবে বলে অংশগ্রহনকারিগন ও উপস্তিত অতিথিবৃন্দ আশা ব্যক্ত করেন।
আজকের সিলেট/এপি
