মৌলভীবাজারে পিবিআইয়ের হেফাজতে হাজতখানায় আসামি নিহত
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৩ PM

মৌলভীবাজারে পিবিআইয়ের হেফাজতে হাজতখানায় আসামি নিহত

সংবাদদাতা

প্রকাশিত: ১৫/০৯/২০২৫ ০৭:০৯:৪৭ PM

মৌলভীবাজারে পিবিআইয়ের হেফাজতে হাজতখানায় আসামি নিহত


মৌলভীবাজারে পিবিআই এর নিরাপত্তা হেফাজতে খুনের মামলার এক আসামির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শহরের টিভি হাসপাতাল সড়কে অবস্থিত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) কার্যালয়ের হাজতখানায় এ অস্বাবিক মৃত্যুর ঘটনা ঘটে। পিবিআই দাবি করেছে নিরাপত্তা হেফাজতে থাকা আসামি আত্মহত্যা করেছেন। নিহত আসামির নাম মো. মোকাদ্দুস (৩২)। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। 

সোমবার ভোরে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, তিনি কমলগঞ্জ থানার একটি হত্যা মামলার আসামি ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যায় কমলগঞ্জ থানা থেকে মামলার আসামি মোকাদ্দুসকে এসআই (নিঃ) সাজিদুল ইসলাম জেলা পিবিআই কার্যালয়ে নিয়ে আসেন। রাত কাটানোর জন্য তাকে পিবিআইয়ের হাজতখানায় রাখা হয়। পরদিন সোমবার ভোর সাড়ে ৬টার দিকে ডিউটিরত পুলিশ সদস্যরা তাকে হাজতের ভেতর লুঙ্গি ছিঁড়ে গলায় পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে দ্রুত নামিয়ে আনেন। এরপর তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে মৌলভীবাজার পিবিআই পুলিশ সুপার জাফর হোসেন বলেন, মোকাদ্দুসকে গতকাল কমলগঞ্জ থানা থেকে হত্যা মামলার আসামি হিসেবে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছিল। সোমবার সকালে হাজতখানার ভেতরে সে লুঙ্গি ছিঁড়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর