সাদাপাথর লুটপাট মামলায় আরও একজন গ্রেফতার
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ PM

সাদাপাথর লুটপাট মামলায় আরও একজন গ্রেফতার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৯/২০২৫ ১১:৩১:৪০ AM

সাদাপাথর লুটপাট মামলায় আরও একজন গ্রেফতার


বহুল আলোচিত ভোলাগঞ্জ সাদা পাথর লুটপাট মামলায় সুনীল বিশ্বাসকে (৩১) নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার বিলাজুর গ্রামে বাসিন্দা ধরনী বিশ্বাসের ছেলে। 

রোববার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয় ।

এদিকে, তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর মামলায় জড়িত সন্দেহে স্থানীয় পাথর ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকে গা-ঢাকা দিয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার রাতে র‌্যাব-৯ নাটকীয় অভিযানে মামলার অন্যতম আসামি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনকে গ্রেফতার করে। দীর্ঘদিন পলাতক থাকা সাহাব উদ্দিনকে সিলেট শহরের কুমারপাড়া এলাকা থেকে আটক করা হয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর