
দেশ যুব সংগঠন সিলেটের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১সেপ্টেম্বর) সাড়ে ৪টার দিকে শহরতলীর বাইপাস সড়কের হুমায়ুন রশিদ চত্বর এলাকায় কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
দেশ যুব সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট যুব সংগঠক অভিনেতা মোঃ কামালের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমিনুজ্জামান চৌধুরী, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা অরুন কুমার সরকার।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশ যুব সংগঠনটি দীর্ঘ এক যুগেরও বেশি পরিবেশ নিয়ে কাজ করে যাচ্ছে। সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। আমরা এ মৌসুমে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধন প্রায় ৫০০ গাছের মতো বৃক্ষরোপণ করতে সক্ষম হয়েছি এবং জেলার ১৩টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১ হাজারের মতো গাছের চারা বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের নেতৃবৃন্দ ও প্রমুখ।
আজকের সিলেট /জেকেএস
