লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ PM

লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ০২:০১:৪৯ PM

লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত


লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ৩০তম সভা শুক্রবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে অনুুষ্ঠিত হয়েছে।  

সভায় সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও  ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী।  

সভায় লিডিং ইউনিভার্সিটির ৭২তম সিন্ডিকেট সভা, ১৮তম অর্থ কমিটির সভা এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে গৃহীত সিদ্ধান্তের অনুমোদনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, ট্রাস্টি বোর্ড সদস্য প্রফেসর ড. এম. আর কবির, প্রফেসর ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন, সৈয়দ রাফে হাই, সৈয়দ আব্দুল হান্নান,  ডা. সাদিয়া মালিক চৌধুরী, দেওয়ান সাকিব আহমেদ, মো. জাকির হোসেন, আমন্ত্রিত সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ এবং ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/এপি/বিজ্ঞপ্তি

সিলেটজুড়ে


মহানগর