
সিলেট নগরীতে চলমান বিশেষ অভিযানে ৩৬ ঘণ্টায় ৭৩ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ।
পুলিশ সূত্র জানায়, বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে ধারাবাহিক অভিযানে গত শুক্রবার রাত ১২টা থেকে শুরু করে রোববার দুপুর ১২টা পর্যন্ত এসব আটক অভিযান পরিচালিত হয়।
এসময় বিভিন্ন মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতকসহ নানা অভিযোগে মোট ৭৩ জনকে আটক করা হয়। অভিযানের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশও মোতায়েন ছিল।
এর মধ্যে বেশিরভাগই মাদক কারবারি। এছাড়াও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত রয়েছেন কয়েক জন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম রবিবার দুপুরে গণমাধ্যমকে জানান- শনিবার দিবাগত রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত এই ১২ ঘণ্টায় সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় পৃথক পুলিশ টিম অভিযান পরিচালনা করে ২৪ জনকে আটক করেছে। এসব অভিযানে জব্দ করা হয়েছে গাঁজা।
অপরদিকে, শুক্রবার দিবাগত রাত ১২ টা থেকে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এই ২৪ ঘন্টায় সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করেছে পুলিশ।
এসব অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও গাঁজা জব্দ করা হয়।
এসব আটক ও জব্দের ঘটনায় ১১টি মামলা দায়ের করা হয়েছে।
আজকের সিলেট/স্টাফ/এন.ই
