অধরা সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৩:৫৮ AM

অধরা সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত

----------------

প্রকাশিত: ০৫/১০/২০২৪ ১০:৫০:৩৫ AM

অধরা সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত


অধরা সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক এক মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার ( ৪ অক্টোবর) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুরে মনিপুরী কালচারাল কমপ্লেক্সে এটি আয়োজিত হয়।


দিনব্যাপী এই আয়োজনে মৈতৈদের অন্যতম উৎসব ‘লাই-হারাওবা’ ও অন্যান্য সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে আলোচনা করেন দেশবরেণ্য নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য-গবেষক লুবনা মারিয়াম এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের আইসিটি হেড  রাশেদুল আলম প্রদীপ।


আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনিপুরী কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত সিংহ, সহসভাপতি থোঙাম প্রহলাদ, সাধারণ সম্পাদক সমরজিৎ সিংহ, যুগ্ম সাধারণ সম্পাদক আওয়াঙতাবম সমরেন্দ্র, সংস্কৃতি সম্পাদক ইবুংহাল শ্যামল, সংস্কৃতি কর্মী ওইনাম লানথোয়, কন্থৌজম শিল্পী, প্রমেশ্বর মৈতৈ, টনি সিংহ ও  মনিপুরী কালচারাল কমপ্লেক্সের সদস্যবৃন্দ।


সভায় উপস্থিতজন মনিপুরীদের সাংস্কৃতিক কৃষ্টি, ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাথে মনিপুরী কালচারাল কমপ্লেক্স  সমন্বিতভাবে সাথে কাজ করার ব্যাপারে ঐকমত পোষন করেন।


বিকালে কমলগঞ্জের হোমেরজান গ্রামে ‘সাধনা’র সহযোগিতায় সেন্টার ফর পারফোরমিং আর্ট  ‘লৈশেমপুঙ’-এর উদ্বোধন হয়।

আজকের সিলেট/এসসিজে

সিলেটজুড়ে


মহানগর