আহমদ মিছবাহ লেবু
ঈদের দিনে
ব্যাঙের ডাক,
ঢাক ডুমা ডুম
ক্যাকার ক্যাক।
লাফায় ডুবে
জলে চলে,
ঈদ খুশি তার
হাঁকি বলে।
ব্যাঙের সর্দি
ঈদের দিন,
তারপর নাচে
তা ধিন ধী ন।
ব্যাঙের সর্দি
অলিক তাই,
ঈদে খুশির
সীমা নাই।
(লেখক : প্রধান শিক্ষক, মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বালাগঞ্জ, সিলেট।)