
আহমদ মিছবাহ লেবু
তুমার ভালোবাসা বিস্তীর্ণ মাঠে
কনকনে শীতল বাতাসে বালুচর
বিন্দু, পদার্থ আর অণু,পরমাণু
বিবর্ণতার ইতিহাস আপন-পর।
কি পেলাম নয়'ক কথার কাহন
মৌনতার বৈপ্লিক পৌরাণিক সখ্য
ভাবনার পরম্পরায় রক্ষিত ক্ষণ
দুটি মননে, মানষে কামনার লক্ষ্য।
অটুট লম্বা ক্ষীণ কাঞ্চন মিলনে
এ জগৎ অমৃতসূদন পারদ স্পর্শে
মৃতের বদন বিনাশে অবলীলায়
ভালোবাসার আহুত আলিঙ্গণ হর্ষে।
এক বিন্দু ভালোবাসা বিলীন রসে
হেরিনো জগৎ সার শুন্য ক্ষণে
থাকি বার বার বদন জুড়াই কষে
ত্রিপলি সৌর্য্য-বীর্যে মধুর মিলনে।
(লেখক : প্রধান শিক্ষক, মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বালাগঞ্জ, সিলেট।)
