
সুনামগঞ্জের যাদুকাটায় বালু লুটের ব্যাপারে উদ্বেগ জানিয়ে সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেছেন, যাদুকাটায় একটি অসাধু ব্যবসায়ী চক্র দিনে রাতে ১৫ থেকে ২০ হাজার মানুষ অবৈধভাবে বালু উত্তোলন করছে। এত এত মানুষকে বিজিবি একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, বালু লুট নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, সময়মতো পদক্ষেপ না নিলে বিপদের সম্মুখীন হতে হবে হবে।
বুধবার দুপুরে সুনামগঞ্জ ২৮ বিজিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সুনামগঞ্জ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
তিনি আরও বলেন, বালু লুট বন্ধে পুলিশ জেলা প্রশাসনসহ সবার যৌথ প্রচেষ্টা দরকার। সুনামগঞ্জের পর্যটন স্পট শিমুল বাগান, যাদুকাটাসহ পর্যটনকে রক্ষা করতে সবাইকে সহযোগিতার হাত বাড়াতে হবে। বিজিবি একা দিনে রাতে বালু রক্ষায় থাকলে সীমান্ত অরক্ষিত হয়ে যাবে। তাই দ্রুত সবাইকে বালু রক্ষা কাজ করতে হবে।
এর আগে যাদুকাটায় বালু লুটে বিজিবি অভিযান পরিচালনা করে।
গেল কয়েকদিন ধরে সুনামগঞ্জের যাদুকাটায় নদীর দু'পাড় কেটে কোটি কোটি টাকার বালু লুট করেছে একটি চক্র। এতে হুমকিতে পর্যটন স্পটসহ ২০টি গ্রাম।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
