
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে টানটান উত্তেজনা বিরাজ করছে। দলীয় অবস্থান ও মাঠের সমীকরণে সরগরম হয়ে উঠেছে এ আসনের রাজনৈতিক পরিবেশ।
নির্বাচনী মাঠ গরম করতে প্রার্থীরা মাঠে ব্যস্ত রয়েছেন। কেউ সভা-সমাবেশ করছেন, কেউ আবার চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজারে দৌড়ঝাঁপ চালাচ্ছেন নিরলসভাবে।
দীর্ঘদিন এই আসনে সংসদ সদস্য ছিলেন আওয়ামীলীগের নুরুল ইসলাম নাহিদ। তবে এবার তিনি মাঠে নেই। দলীয় কার্যক্রম ও স্থগিত- যা বিএনপির জন্য বড় সুযোগ হয়ে দাড়িয়েছে।
তবে সেই সুযোগে বিএনপির পড়েছে একাধিক প্রার্থী সংকটে। দলটির অন্তত ৯ জন নেতা মনোনয়ন প্রত্যাশি হয়ে মাঠে প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে জামায়েত ইসলামী তাদের একক প্রার্থী ঘোষণা করেছে।
এই আসনে আওয়ামী লীগ ৬ বার, বিএনপি ২ বার, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী ২ বার করে জয় পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুই দফা বিজয়ী ড. সৈয়দ মকবুল হোসেন পরবর্তীতে বিএনপিতে যোগ দেন।
বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের অংশগ্রহণ অনিশ্চিত থাকায় বিএনপির সামনে একদিকে সুযোগ, অন্যদিকে একাধিক প্রার্থী থাকার কারণে সৃষ্টি হয়েছে জটিল সমীকরণ। ফলে, যেখানে বিএনপির নির্ভার থাকার কথা, সেখানে অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতায় এখন দলটি কিছুটা বিভক্ত অবস্থায়।
নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রাথমিক খসড়া তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে এনেছে বিএনপি। প্রার্থী বাছাইয়ে সিলেট বিভাগের দায়িত্বে রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিলেট-৬ আসনে বর্তমানে বিএনপির মনোনয়ন প্রত্যাশি রয়েছেন ৯ জন। ইতিমধ্যে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিচ্ছেন সাধারণ মানুষের কাছে করেছেন বিশাল সভা সমাবেশ।
একাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে আসনটিতে ধানের শীষের প্রার্থী ছিলেন বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী। নির্বাচনে বিজয়ী হতে না পারলেও তিনি এলাকা ছাড়েননি। নির্বাচনকে সামনে রেখে তিনি এলাকায় তৎপরতা আরও বাড়িয়েছেন। এছাড়াও মনোনয়ন প্রত্যাশায় দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি জনসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
নির্বাচনকে সামনে রেখে যুক্তরাজ্য থেকে ফিরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রার্থী হওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স বিষয়ক উপদেষ্টা অহিদ আহমদ এছাড়াও মনোনয়ন প্রত্যাশায় মাঠে রয়েছেন জেলা বিএনপির সহশিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহিয়া ও জাসাসের আহ্বায়ক চিত্র নায়ক হেলাল খান।
তবে এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক বিএনপির দুই নারী প্রার্থী—বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কমর উদ্দিনের কন্যা সাবিনা খান পপি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার কন্যা সৈয়দা আদিবা হোসেন। দুজনেই ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনায়। আগামী সংসদ নির্বাচনে তাদের মধ্যে যদি একজন নির্বাচিত হন তাহলে রচিত হবে ইতিহাস।ইতিহাসে প্রথমবারের মত জাতীয় সংসদে সিলেট-৬ আসন থেকে প্রতিনিধিত্ব করবেন একজন নারী নেত্রী।
এদিকে, অতীতে এ আসনটিতে জামায়েতের প্রার্থী হিসেবে জেলা জামায়াতের বর্তমান আমীর মাওলানা হাবীবুর রহমান নির্বাচন করলেও এবার প্রার্থী করা হয়েছে সিলেট-১ আসনে। নতুন মুখ হিসেবে প্রার্থী করা হয়েছে জামায়েত ইসলামীর কেন্দ্রীয় সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিনকে। প্রার্থী ঘোষণার পর থেকেই সেলিম উদ্দিন গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বিভিন্ন অঞ্চলে দলীয় কর্মসূচির পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। স্থানীয়দের মতে, স্বল্প সময়ের মধ্যেই তিনি নিজের সাংগঠনিক দক্ষতা ও ব্যক্তিগত ইমেজের মাধ্যমে এলাকায় উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছেন।
এছাড়াও এ আসনে অন্যান্য ইসলামপন্থী দলগুলোর প্রার্থীরাও সক্রিয় রয়েছেন। জমিয়তে উলামায়ে ইসলামের হাফেজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম ও রয়েছেন আলোচনায়।দল মনোনয়ন দেওয়ার পর থেকেই স্থানীয়দের নিয়ে মতবিনিময় সভা গণসংযোগ এবং স্থানীয়দের নিয়ে ধারাবাহিক বৈঠক করছেন। গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলায় বিভিন্ন উন্নয়ন ও করে যাচ্ছেন। তার লক্ষ্য হলো তৃনমুল পর্যায়ের ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়াও সংগঠনের শক্তি প্রদর্শন।
একইভাবে ইসলামী ঐক্যজোটের মাওলানা রফিকুল ইসলাম, খেলাফত মজলিসের মাওলানা সাদিকুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আজমল হোসেন নিজ নিজ দলের পক্ষে নির্বাচনী প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে, গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী জাহিদুর রহমান প্রতিদিনই নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় পার করছেন। নিয়মিত সভা-সমাবেশে উপস্থিত থেকে তিনি নিজস্ব সংগঠনকে গতিশীল করছেন এবং ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
