বিয়ানীবাজারে শিক্ষক মর্যাদা ও বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধনের ঘোষণা
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০২:১৫ PM

বিয়ানীবাজারে শিক্ষক মর্যাদা ও বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধনের ঘোষণা

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১০/২০২৫ ০৬:৪৪:৩৬ PM

বিয়ানীবাজারে শিক্ষক মর্যাদা ও বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধনের ঘোষণা


বিয়ানীবাজারে বেতন-ভাতা বৃদ্ধি ও শিক্ষক মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছেন স্থানীয় শিক্ষকরা। মঙ্গলবার বিয়ানীবাজার বালিকা স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানদের এক যৌথসভা শেষে এই ঘোষণা দেওয়া হয়।

সভায় শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, বেতন কাঠামো ও সুযোগ-সুবিধা উন্নয়নসহ শিক্ষা ব্যবস্থার নানা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

আগামীকাল বুধবার সকাল ১১টায় পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।

সভায় বিয়ানীবাজার শিক্ষক সমিতি (বাশিস) উপজেলা শাখার সভাপতি আব্দুদ দাইয়ানের সভাপতিত্বে  সাধারণ সম্পাদক অসীম কান্তি তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল্লাহীল বাকী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, বৈরাগীবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাসনাত, দাসউরা সিনিয়র আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা কামিল আহমদ, বৈরাগীবাজার সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আবুল কালাম সহ বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান ও শিক্ষকরা।

এসময় ২০ শতাংশ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে চলমান অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিচারের দাবি জানানো হয়।

এর আগে, বাংলাদেশ কলেজ-ভার্সিটি শিক্ষক সমিতির (বাকবিশিস) আহ্বানে উপজেলার শিক্ষকরা চাকরি জাতীয়করণ ও বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করেন। এতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, ফলে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস ও পাঠক্রম থেকে বঞ্চিত হয়।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর