হবিগঞ্জে হত্যা মামলায় একজনের আমৃত্যুসহ ১৪ জনের যাবজ্জীবন
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১২:১৬ PM

হবিগঞ্জে হত্যা মামলায় একজনের আমৃত্যুসহ ১৪ জনের যাবজ্জীবন

সংবাদদাতা

প্রকাশিত: ১৪/১০/২০২৫ ০৪:২৪:৫৬ PM

হবিগঞ্জে হত্যা মামলায় একজনের আমৃত্যুসহ ১৪ জনের যাবজ্জীবন


হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকায় ফার্মেসি ব্যবসায়ী মহিবুর চৌধুরী হত্যা মামলায় একজনকে আমৃত্যু কারাদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন সাজার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্তদের মধ্যে ১০ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক। মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন শফিকুর রহমান চৌধুরী।

আদালতের স্টেনোগ্রাফার মুখলেছুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় দু’জনকে বেকসুর খালাস এবং মৃত্যুবরণ করায় তিনজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী গুলজার খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ মামলায় আমরা মোটামুটি সন্তুষ্ট। আমরা সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেছিলাম।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জামায়াত নেতা মহিবুর রহমান চৌধুরীকে ২০১৩ সালের ১৭ জুন রাতে শহরের পুরান মুন্সেফি এলাকায় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার বড়ভাই মুজিবুর রহমান চৌধুরী বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১৫ সালে সিআইডির পুলিশ পরিদর্শক সাজিদুর রহমান ১৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। মামলায় ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক রায় দেন।

রায়ে মামলার প্রধান আসামি শফিকুল আলম চৌধুরীকে আমৃত্যু কারাদণ্ড ও বাকি ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর