
Mental health is a humanitarian emergency—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৫ উপলক্ষে সিলেট সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে সোমবার র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে সিলেট সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, এবং সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (সিএস) ডা. স্বপ্নীল সৌরভ রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনীর, মনোরোগ বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. আহমেদ রিয়াদ চৌধুরী, সহকারী পরিচালক (বিভাগীয় পরিচালক, স্বাস্থ্য) ডা. নুরে আলম শামীম, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, শহীদ শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিলেট বিভাগীও সমন্বয়কারী ডাঃ সুফী মুহাম্মাদ খালিদ ।
এছাড়াও উপস্থিত ছিলেন ডা. কবীর চৌধুরী, ডা. নাহিদ রহমান, ডা. এহসানুল হক, ডা. আনিকা তাবাসসুমসহ সিলেটের বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ ও নার্সিং স্টাফ।
অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিলেটের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও স্থানীয় সংবাদকর্মীরাও অংশগ্রহণ করেন।
সভায় প্রথম প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. মাইমুন নাহার নাসরিন, মেডিকেল অফিসার, সিলেট কুষ্ঠ হাসপাতাল।
দ্বিতীয় প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. আবু সালমান মোহাম্মদ সাইফুল ইসলাম, মেডিকেল অফিসার (কো-অর্ড), সিলেট সিভিল সার্জন কার্যালয়, যিনি দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্ভাবনী কার্যক্রম “এসো গল্প করি” নিয়ে আলোচনা করেন।
তৃতীয় প্রেজেন্টেশনে ডা. আব্দুল কাদের, WHO মেন্টাল হেলথ কনসালট্যান্ট, সিলেট জেলার মানুষের আত্মহত্যার প্রবণতা ও প্রতিরোধ বিষয়ক তথ্য তুলে ধরেন।
পরবর্তী উন্মুক্ত আলোচনায় বক্তারা মানসিক স্বাস্থ্যকে ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তারা বলেন, মানসিক স্বাস্থ্য সুরক্ষা এখন একটি মানবিক জরুরি বিষয়, তাই প্রত্যেকেরই সচেতন হওয়া ও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
আজকের সিলেট/এসএইচ/এসটি
