
ঢাকা প্রেসক্লাবের সামনে এমপিওভূক্ত জাতীয়করণ প্রত্যাশী জোটের শিক্ষকবৃন্দের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলার নিন্দা জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় দিরাই উপজেলার বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আয়োজনে ও দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাসের সভাপতিত্বে এবং বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সূর্যসেন দাস পান্নার সঞ্চালনায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ন পরিবেশে শিক্ষক কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক কর্মচারীদের বাড়িভাড়া ২০%, চিকিৎসা ভাতা ১৫০০/- ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% এর দাবিতে এবং নিরীহ শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে আমাদের আজকের মানববন্ধন কর্মসূচি। আমাদের দাবী সরকার না মানা পর্যন্ত এই ধরণের কর্মসূচি চালিয়ে যাব।
এসময় বক্তব্য রাখেন, আবদুল ওয়াব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম, দিরাই উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মাহমুদুল হাসান অলেক, রফিনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল উদ্দিন, দিরাই আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক আজিজুর রহমান, গচিয়া শামসুদ্দীন সিকন্দর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুহেল রানা, দিরাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা প্রীতি রানী দাস, আবুল খায়ের, আব্দুল কাদির, চন্দ্র সেন তালুকদার, বাদল হাজরা, মাটিয়া পুর এসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, দিরাই উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সহ সভাপতি দীন ইসলাম প্রমুখ। জানা যায়, দিরাই বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জাকির হোসেন দিরাই উপজেলার এমপিওভূক্ত শিক্ষকদের প্রতিনিধিত্ব করছেন ঢাকার আন্দোলনে।
আজকের সিলেট/এপি
