সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য জমি হস্তান্তর করল জেলা প্রশাসন
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০২:৩৯ PM

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য জমি হস্তান্তর করল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/১০/২০২৫ ০৬:২৪:৩৯ PM

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য জমি হস্তান্তর করল জেলা প্রশাসন


সিলেট-সুনামগঞ্জ বাইপাস সংলগ্ন গোয়ালগাঁও ও হাজরাই মৌজায় অবস্থিত মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জমি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

শনিবার দুপুরে জেলা প্রশাসন,সিলেটের উদ্যোগে  আনুষ্ঠানিকভাবে জমি হস্তান্তর করেন সিলেটের জেলা প্রশাসক  মোঃ সারওয়ার আলম।

দীর্ঘ দিন থেকে ঝুলিয়ে থাকা এই প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে জেলা প্রশাসক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করেছেন। এই জমি হস্তান্তরের মধ্য দিয়ে সিলেট অঞ্চলে চিকিৎসা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। জেলা প্রশাসনের এই উদ্যোগ সিলেটের স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষা খাতে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য গোয়ালগাঁও ও হাজরাই মৌজায় মোট ৭৯.১১৭৫ একর জমি এলএ মামলা নং ০৯/২০১৯-২০ মূলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ ইসমাইল পাটোয়ারীর নিকট আনুষ্ঠানিকভাবে দখল বুঝিয়ে দেওয়া হয়।এসময়  জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর