
ইসলামে দৈনন্দিন জীবনের ছোট ছোট ভালো কাজ, সদাচরণ এবং জিকির আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। এই প্রতিবেদনে কোরআন, হাদিস ও ইসলামি স্কলারদের বক্তব্যের আলোকে ছোট ইবাদতের বিশাল সওয়াব নিয়ে আলোচনা করা হলো।
১. কোরআনের আলোকে ছোট আমলের মহিমা
আল্লাহ তাআলা ইরশাদ করেন- ‘কোনো অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখবে এবং কোনো অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখবে।’ (সুরা জিলজাল: ৭-৮)
আরও ইরশাদ হয়েছে- ‘যারা আল্লাহর পথে ধন-সম্পদ ব্যয় করে, তারপর যা ব্যয় করে তা বলে বেড়ায় না এবং কোনোপ্রকার কষ্টও দেয় না, তাদের প্রতিদান রয়েছে তাদের রব-এর নিকট।’ (সুরা বাকারা: ২৬২) আল্লাহ তাআলা আরও বলেন, ‘যে উত্তমভাবে কাজ করে আমি তার কর্মফল বিনষ্ট করি না।’ (সুরা কাহাফ: ৩০)
২. হাদিসের আলোকে ছোট ইবাদতের ফজিলত
রাসুলুল্লাহ (স.) বলেছেন- ‘এক টূকরা খেজুর দিয়ে হলেও তোমরা আগুন থেকে বাঁচ। যদি তা না পাও, তবে একটি উত্তম কথার বিনিময়ে হলেও।’ (সহিহ মুসলিম: ২২২১)
হাদিসে আরও ইরশাদ হয়েছে- ‘কোন সৎকাজকে নগণ্য মনে করো না, যদিও তা পানি পার করতে ইচ্ছুক ব্যক্তির পাত্রে এক মগ পানি ঢেলে দেওয়াই হয় অথবা তোমার কোনো ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাত করাই হয়।’ (মুসনাদে আহমাদ: ৫/৬৩)
৩. দৈনন্দিন জীবনের ছোট ইবাদত ও তার সওয়াব
ক. কথার ইবাদত: ১. হাসিমুখে দেখা-সাক্ষাৎ সদকাস্বরূপ (মেশকাত: ১৯১০) ২. ভালো ও সুন্দর ব্যবহার জাহান্নাম থেকে বাঁচায় (সহিহ বুখারি: ৬৫৪০)
খ. কাজের ইবাদত: ১. রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানোও ঈমানের একটি শাখা এবং জান্নাত লাভের উপায়। (আবু দাউদ: ৫২৪৫; সহিহ ইবনে হিব্বান: ৫৪০) ২. ‘তোমরা দুনিয়াবাসীকে দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের দয়া করবেন।’ (আবু দাউদ: ৪৯৪১)
গ. দৈনন্দিন জিকির ও দোয়া: ঘরে প্রবেশ ও বের হওয়ার দোয়া, খাবার খাওয়ার আগে ও পরে দোয়া, পায়খানায় প্রবেশ ও বের হওয়ার দোয়া- এসব দোয়া সুন্নত, দুনিয়াবি সুরক্ষা ও আল্লাহর রহমত লাভের উপায়।
ঘ. ইস্তেগফার: ক্ষমা প্রার্থনায় গুনাহ মাফ হয়। আবার আল্লাহর অনুগ্রহ লাভেরও বিশেষ মাধ্যম। ‘কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছ না, যাতে তোমরা অনুগ্রহভাজন হতে পারো?’ (সুরা নামল: ৪৬)
৪. ছোট ইবাদতের সওয়াব বৃদ্ধির কারণ
সহিহ নিয়ত ও ইখলাস: আমলের শুদ্ধতা ও কবুলিয়ত নির্ভর করে নিয়তের ওপর। (সুরা হজ: ৩৭; সহিহ বুখারি: ১)
ধারাবাহিকতা: ‘আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে, যা কোনো বান্দা অব্যাহতভাবে করে থাকে— যদিও তা পরিমাণে কম হয়।’ (মুসলিম: ২৬১৩)
সময় ও স্থান: শেষ রাত, জুমার দিন, রমজান মাসে ছোট আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়।
৫. ইসলামি স্কলারদের দৃষ্টিভঙ্গি
ইমাম গাজ্জালি (রহ.) বলেন, ‘ছোট ছোট আমল নিয়মিত করলে হৃদয় পরিশুদ্ধ হয় এবং বড় গুনাহ থেকে বাঁচা যায়।’ (ইহইয়া উলুমুদ্দিন)
ইবনে কাইয়িম (রহ.) বলেন, ‘একটি ছোট আমল যেখানে বিনয় ও আনুগত্য থাকে, তা অনেক বড় আমল থেকেও বেশি মূল্যবান হতে পারে।’ (মাদারিজুস সালিকিন)
৬. ছোট ইবাদতের ১০টি উদাহরণ ও সওয়াব
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লাহ বিল্লাহ- এসব জিকির বেশি বেশি করা।
অন্যের কষ্টে সহানুভূতি প্রকাশ এবং সহযোগিতা করা।
নিজে পরিচ্ছন্ন থাকা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখা।
প্রতিদিনের মাসনুন দোয়াগুলো পড়া।
মা-বাবার সাথে সদাচরণ করা
দ্বীনি জ্ঞান শেখা ও শিক্ষা দেয়া
অসুস্থের খোঁজ নেওয়া ও সেবা করা
আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা
অন্যের জন্য দোয়া করা
অজুর পর কালেমা শাহাদাত পড়া
ইসলামের সৌন্দর্য এই যে, এটি ছোট ছোট আমলও মহান গুরুত্ব বহন করে। রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘আল্লাহর কাছে সেই আমলই সবচেয়ে প্রিয় যা নিয়মিত করা হয়, যদিও তা কম হয়’ (বুখারি: ৬৪৬৫)। দৈনন্দিন জীবনের এই ছোট ইবাদতগুলো পালন করে মুমিন তার নেকির ভাণ্ডার সমৃদ্ধ করতে পারে, আত্মিক পরিশুদ্ধিও অর্জনকরতে পারে। তাই বড় আমলের পাশাপাশি ছোট ছোট সুন্নত ও নফল ইবাদতও নিয়মিত করা বাঞ্ছনীয়।
আজকের সিলেট/এপি
