জকিগঞ্জে ব্যবসায়ী নোমান হত্যা মামলায় সুমনের চার দিনের রিমান্ড
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১০:১৫ AM

জকিগঞ্জে ব্যবসায়ী নোমান হত্যা মামলায় সুমনের চার দিনের রিমান্ড

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১০/২০২৫ ০৬:১৭:৩৩ PM

জকিগঞ্জে ব্যবসায়ী নোমান হত্যা মামলায় সুমনের চার দিনের রিমান্ড


জকিগঞ্জের কালিগঞ্জ এলাকার ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা মামলায় আটক শ্যালক হানিফ উদ্দিন সুমনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মোমেন আসামি সুমনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে নোমান উদ্দিন হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে শ্যালক হানিফ উদ্দিন সুমনকে পুলিশ আটক করে। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

নোমান উদ্দিনের স্বজনদের অভিযোগ, বাড়ির মালিকানা নিয়ে শ্যালক সুমনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধ থেকেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল মোমেন বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনে সুমনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন ছিল। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর