
নগরীর বিভিন্ন এলাকায় গত ৩২ ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে ৬৭ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তেতে এ তথ্য জানানো হয়। তবে আটককৃতদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে এবং বাকিদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গলমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বুধবার দুপুরে জানান- এই ৩২ ঘণ্টায় সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারি, ছিনতাইকারী, চোরাকারবারী, নিয়মিত মামলার আসামি, অসামাজিক কার্যকলাপকারী ও জুয়াড়িসহ মোট ৬৭ জনকে আটক এবং গ্রেপ্তার করা হয়েছে।
একই সময়ে জব্দ করা হয়েছে ৪৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০০গ্রাম গাঁজা, ভারতীয় চকলেট ৯০৪ পিস, সাবান ৩৬৩ পিস ও নাছির বিড়ি ৪ লাখ ২০ হাজার পিস।
অভিযানকালে অবৈধ মালামাল বহনকারী একটি গাড়িও জব্দ করে পুলিশ।
আজকের সিলেট/এপি
