ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের কার্যকরি কমিটির সভায় মিছবাহ জামালের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৩:২৭ AM

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের কার্যকরি কমিটির সভায় মিছবাহ জামালের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৩/১০/২০২৫ ১০:৫৮:৫৭ PM

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের কার্যকরি কমিটির সভায় মিছবাহ জামালের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ


ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর কার্যকরি কমিটি ২০২৫-২০২৮ এর প্রথম সভা সোমবার সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে নব নির্বাচিত সভাপতি প্রফেসর ডা.মো.আমিনুর রহমান লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় ন্যাশলাল হার্ট ফাউন্ডেশন সিলেটের কার্যকরি কমিটির সদস্য, ইউকে কমিটির ফাউন্ডার সেক্রেটারি,বর্তমান ইউকে কমিটির ভাইস প্রেসিডেন্ট,মিডিয়া ব্যাক্তিত্ব মিছবাহ জামালের মমতাময়ী মা এর মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করে বক্তব্য রাখেন, সহ-সভাপতি প্রফেসর ডা. মো. আলতাফুর রহমান, প্রফেসর সুধাংশু রঞ্জন দে, প্রফেসর ডা. মো. রেজাউল করিম, জামিল আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন, সহ-সাধারণ সম্পাদক মাহবুব সোবহানী চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল মালিক জাকা, সহকারী কোষাধ্যক্ষ ডা. শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ডা. এস এম হাবিবুল্লাহ সেলিম, প্রচার সম্পাদক আবু তালেব মুরাদ, সমাজ কল্যাণ বিষয় সম্পাদক সহিদ আহমেদ চৌধুরী, সদস্য ডা. মো. শামীমুর রহমান, প্রফেসর ডা. এম এ মতিন, প্রফেসর ডা. মো. মনজ্জির আলি, প্রফেসর ডা. মো. আব্দুস সালাম, প্রফেসর ডা. শামসুন নাহার বেগম হেনা, প্রফেসর ডা. মো. মোখলেসুর রহমান, ডা. মো. শায়েক আজিজ চৌধুরী এবং হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মুনিম চৌধুরী।

প্রসঙ্গত মিছবাহ জামাল তার মায়ের মৃত্যুতে সমবেদনা প্রকাশ করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত শুক্রবার হোসনে আরা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং রবিবার বাঘা মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে মরহুমার স্বামীর কবরের পাশে সমাহিত করা হয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর