চলতি বছর ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলে নিয়েছে রাশিয়া
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৩:০৫ AM

দাবি পুতিনের

চলতি বছর ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলে নিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮/১০/২০২৫ ০৮:০৫:২০ PM

চলতি বছর ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলে নিয়েছে রাশিয়া


রাশিয়ার সেনাবাহিনী চলতি বছর ইউক্রেনের প্রায় ৫ হাজার বর্গকিলোমিটার (১৯৩০ বর্গমাইল) নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

মঙ্গলবার রাতে সেন্ট পিটার্সবার্গ শহরে প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভ-সহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, ‘চলতি বছর আমরা প্রায় ৫ হাজার বর্গকিলোমিটার, নির্দিষ্ট করে বলতে গেলে ৪ হাজার ৯০০  বর্গকিলোমিটার এলাকা এবং ২১২ জনবহুল এলাকা মুক্ত করেছি। আমাদের সৈন্য এবং অফিসাররা এটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’ 

চলমান যুদ্ধে রাশিয়ার বাহিনী তাদের কৌশলগত অবস্থান ধরে রেখেছে উল্লে করে তিনি আরও দাবি করেন, মস্কোর একের পর এক আক্রমণে ইউক্রেনীয় বাহিনী ফ্রন্টের সব সেক্টর থেকেই পিছু হটছে। তবে ইউক্রেন তার পশ্চিমা পৃষ্ঠপোষকদের কিছুটা সাফল্য দেখানোর প্রয়াসে, রুশ ভূখণ্ডের গভীরে বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করছে। কিন্তু এতে তাদের কোনও লাভ হবে না। 

পুতিন বলেন, আমাদের লক্ষ্য হলো রাশিয়ান নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে জ্বালানি সুবিধাসহ কৌশলগত স্থান এবং বেসামরিক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা।

এসময় বৈঠকে উপস্থিত রাশিয়ার সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ দাবি করেন, শুধুমাত্র গত ১ সেপ্টেম্বর থেকে রাশিয়ান সৈন্যরা ইউক্রেনের দিনিপ্রোপেট্রোভস্ক এবং জাপোরিঝিয়া অঞ্চলে ২০০ বর্গকিলোমিটার (৭৭ বর্গমাইল) এরও বেশি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পুতিনের এই দাবির বিষয়ে কোনও মন্তব্য করেনি। 

সূত্র: আনাদোলু এজেন্সি

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর