জামায়াতের সঙ্গে আন্দোলন নয়, জোটও নয় : নাহিদ ইসলাম
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৯:০০ AM

জামায়াতের সঙ্গে আন্দোলন নয়, জোটও নয় : নাহিদ ইসলাম

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৫ ০৮:৩২:৫০ AM

জামায়াতের সঙ্গে আন্দোলন নয়, জোটও নয় : নাহিদ ইসলাম


জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো যুগপৎ আন্দোলন কিংবা নির্বাচনী জোট করবেন না জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তার দল কোনো জোটে যাবে না। নিজস্ব অবস্থানে থেকেই রাজনীতি দলটি। জাতীয় সংসদ ও গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভায় এসব কথা বলেন এনসিপি নেতা।

জামায়াতের সঙ্গে মতভেদের জায়গার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘জামায়াত সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চায়। এনসিপি শুধু উচ্চকক্ষে পিআরের পক্ষে।’ তবে জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের দোসরদের নিষিদ্ধের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট বলে জানান তিনি।

জাতীয় সংসদ ও গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘তবে নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে গ্রামেগঞ্জে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট।’

দুর্নীতির বিরুদ্ধে এনসিপির অবস্থান জিরো টলারেন্স। এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে সারা দেশে তৃণমূল পর্যায়ে তারা কাজ করবেন জানিয়ে নাহিদ বলেন, নতুন সংবিধানসহ এনসিপির ২৪ দফা কর্মসূচি নিয়ে দেশের উপজেলা পর্যায়েও কর্মসূচি পালন করবেন তারা। শিগগিরই এ ব্যাপারে কর্মসূচি ঘোষণা করা হবে।

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যরা, অঙ্গসংগঠনের নেতারা এবং জেলা, মহানগর, উপজেলা ও থানা কমিটির সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন সমন্বয় সভায়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর