সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ AM

সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৫/০৯/২০২৫ ১০:৪১:১৯ AM

সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা


দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় রোববার সিলেটসহ সারা দেশে অনেকটাই বেড়েছে বৃষ্টিপাত। দিনভর ঝরেছে মুশলধারায় বৃষ্টি। ভারি থেকে অতি ভারি বৃষ্টিও হয়েছে সিলেটসহ দেশের বেশ কিছু অঞ্চলে। এমন পরিস্থিতিতে বুধবার সকাল পর্যন্ত সিলেটসহ দেশের ছয় বিভাগের জন্য ভারি বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। আর সিলেটের নিম্নাঞ্চল সাময়িক প্লাবিত হওয়ার আবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী তিনদিনে এসব অঞ্চলের নদীগুলোর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, সিলেট বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

গতকাল রোববার সন্ধ্যায় এক বিশেষ বিজ্ঞপ্তিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত  সিলেট বিভাগ এবং সংলগ্ন উজানের ভারতের বিভিন্ন রাজ্যে বিচ্ছিন্নভাবে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় এসব অঞ্চলে স্থানভেদে ২০০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর এক সতর্ক বার্তায় জানিয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার সকাল ৯টা পর্যন্ত সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটার বা বেশি) বর্ষণ হতে পারে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর