
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। নানা আলোচনা-সমালোচনার পর টানা তিন দিনব্যাপী ভোট গণনা শেষে শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।
নির্বাচনের চূড়ান্ত ফলে দেখা গেছে, ২৫টি পদের মধ্যে ২০টি জয় করেছে শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। বাকি পাঁচটি পদের মধ্যে দুটি জিতেছে বামপন্থি সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), দুটি স্বতন্ত্র এবং একটি পদে নির্বাচন হয়নি। তবে শিবির-সমর্থিত প্যানেলের ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা থাকলেও সর্বোচ্চ পদ ভিপিতে জিতুর জয় রীতিমতো চমক হিসেবে দেখা দিয়েছে।
কে এই জিতু?
আব্দুর রশিদ জিতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। রাজনীতির শুরুতে তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। তবে ১ জুলাইয়ের 'জুলাই গণঅভ্যুত্থান'-এর সময় ছাত্রলীগ থেকে পদত্যাগ করে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে আত্মপ্রকাশ করেন।
ক্যাম্পাসে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রধান মুখ হিসেবে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনের ‘ফার্স্ট ম্যান’ হিসেবে নেতৃত্ব দেন জিতু। এরপর তিনি ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম গড়ে তোলেন এবং এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এই প্ল্যাটফর্ম থেকেই জাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন তিনি।
জিতুর রাজনৈতিক অবস্থান নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ তাকে আদর্শিক দ্বিধায় থাকা নেতা বললেও, অনেক শিক্ষার্থীর কাছে তিনি বিকল্প নেতৃত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়েছেন। উল্লেখযোগ্যভাবে, কোটা সংস্কার আন্দোলনের সময় তিনি ছাত্রলীগের হাতেই আহত হয়েছিলেন।
এ বছরের বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচন ঘিরে তীব্র বিতর্ক ও বর্জনের ছায়া ছিল। বিএনপিপন্থি ছাত্রদলসহ চারটি ছাত্রসংগঠন ও পাঁচজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন করেন। নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা, লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব ও নানা অনিয়মের অভিযোগ তুলে এক নির্বাচন কমিশনারসহ চারজন বিএনপিপন্থি শিক্ষক পদত্যাগ করেন।
জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে ছাত্রী ৫,৭২৮ এবং ছাত্র ৬,১১৫ জন। মোট ভোটারদের মধ্যে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
আজকের সিলেট/ডি/এসটি
