
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস। সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে ইতোমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ, নিশ্চিত হয়েছে সিরিজ জয়ও। এই ম্যাচেও বাংলাদেশ জিততে পারলে নিশ্চিত হবে ডাচদের হোয়াইটওয়াশ।
তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। তবে বাংলাদেশের অসাধারণ শুরুর পর নামে বেরসিক বৃষ্টি। বর্তমানে বৃষ্টির কারণে খেলা বন্ধ আছে।
৪.১ ওভারে ১ উইকেট হারিয়ে ৬০ রান তুলেছে বাংলাদেশ। টর্নেডো ব্যাটিংয়ে ১৬ বলে ৪২ রান করে অপরাজিত আছেন অধিনায়ক লিটন দাস। এছাড়া ২ বলে ৩ রান করে টিকে আছেন তাওহিদ হৃদয়। ওপেনিংয়ে নেমে ৮ বলে ১২ রান করে বিদায় নিয়েছেন সাইফ হাসান।
আজকের সিলেট/ মিমো
