
ছবিঃ আজকের সিলেট
আমিরাতে দিন দিন বাড়ছে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান। বাংলাদেশীরা বিশ্বের সাথে তাল মিলিয়ে দিন দিন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। ব্যবসা করতে হলে মাঠ লেভেল থেকে অভিজ্ঞতা অর্জন করে ব্যবসা করলে লাভবান হওয়ার সম্ভাবনা বেশী থাকে।
আমিরাতে উম্মা আল কুয়াইন প্রদেশে বাংলাদেশী মালিকানাধীন "নুন রেস্টুরেন্ট" এর শুভ উদ্ভোধনকালে প্রবাসীরা এসব কথা বলেন।
শুক্রবার উম্মা আল কুয়াইন শহরের পুরাতন সাবিয়া এলাকায় রেষ্টুরেন্টের শুভ উদ্ভোধন করেন স্থানীয় নাগরিক আব্দুল্লাহ কামিছ আল আফওয়ান ও প্রতিষ্ঠানটির কর্নধার নূর আহমদ।
নুন রেস্টুরেন্টের কর্ণধার নুর আহমদ বলেন, ২০১২ সালে আমিরাত আসার পর থেকেই আমি পরিকল্পনা ছিল নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তোলা৷ করোনা পরবর্তী ২০২২ সালে একটি সুপারমার্কেট দিয়ে যাত্রা শুরু করেছিলাম৷ এবার রেস্টুরেন্টে ব্যবসা শুরু করলাম। বাংলাদেশী ভিসা বন্ধ থাকায় বাংলাদেশ থেকে কর্মচারী আনতে পারছি না। ভিসার সমস্যা সমাধান হলে কমপক্ষে ১০জন বাংলাদেশী নিয়োগ দিতে পারতাম।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আমিনুল হক, ব্যবসায়ী আজিজুল হক, এনামুল হক, প্রতাব খান, জাবেদ মিয়া, মোজাম্মিল হোসেন, ফিরোজ রানা, ফজলু মিয়া, জিলাল মিয়া ও রেষ্টুরেন্টের কর্মচারী সহ আরো অনেকে।
বাংলাদেশী প্রতিষ্ঠানের সাফল্য জানিয়ে প্রবাসী বাংলাদেশীরা বলেন, ২০১২ সাল থেকে আমিরাতে সাধারণ শ্রমিক ভিসা বন্ধ হওয়ার পর থেকে এখন অব্দি চালু হয়নি৷ অর্ন্তবর্তীনকালীন সরকারের মাধ্যমে দ্রুত ভিসা সমস্যার সমাধান হলে আবারো বাংলাদেশী শ্রমিক নিয়োগ দিতে পারবেন প্রবাসী ব্যবসায়ীরা।
AMIN-DUBAI
