
প্রায় দশ হাজার শিক্ষার্থীর প্রতিদিনের যাতায়াতের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপযুক্ত যাত্রী ছাউনি ও বাস স্টপেজ নেই। ফলে প্রতিদিন রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে বাসে উঠতে এবং নামতে হচ্ছে শিক্ষার্থীদের। গ্রীষ্মের তীব্র রোদ কিংবা বর্ষার বৃষ্টির ফলে সীমাহীন দুর্ভোগে পোহাচ্ছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শিক্ষার্থীদের বড় একটি অংশ বাসে ওঠে। কিন্তু সেখানে বর্তমানে কোনো যাত্রী ছাউনি নেই। পূর্বে যাত্রী ছাউনি থাকলেও নতুন গেট নির্মাণের সময় সেটি ভেঙে ফেলা হয়। এখন গোল চত্বরে যে ছাউনি আছে তা খুবই ছোট, যেখানে বৃষ্টি বা রোদের সময় একসাথে ৫০ জনের বেশি দাঁড়ানো সম্ভব নয়।
রসায়ন বিভাগের শিক্ষার্থী আরাফাত ইসলাম সজিব বলেন, বিশ্ববিদ্যালয়ের নতুন গেট নির্মাণের সময় আগের যাত্রী ছাউনিটি ভেঙে ফেলার পর থেকে শিক্ষার্থীদের গেট থেকে বাসে উঠতে গিয়ে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। তীব্র গরমে রোদের মধ্যে দাঁড়িয়ে কিংবা বর্ষায় বৃষ্টিতে ভিজে বাসের জন্য অপেক্ষা করতে হয়। তাই প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ থাকবে, পূর্বের মতো একটি প্রশস্ত ও সুবিধাজনক যাত্রী ছাউনির ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হোক।
শিক্ষার্থীদের দাবি, এমন ব্যবস্থা করা হোক যেন বাসে ওঠা বা নামার সময় কাউকেই রোদে বা বৃষ্টিতে দাঁড়াতে না হয়। শিক্ষার্থীরা আশা করছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে তাদের দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি দেবে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংশ্লিষ্ট কর্মকর্তা তায়দ মো. আলী আকবর বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। ইঞ্জিনিয়ারিং সেকশনের সাথে আলাপ চলছে। পূর্বে কর্পোরেট সহায়তায় ছাউনি নির্মাণ হয়েছিল, তবে কর্পোরেট সাহায্য নিয়ে অনেকের আপত্তি আছে। সকল সম্ভাব্য বিকল্প নিয়ে চিন্তা-ভাবনা চলছে। অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাটি সমাধানের চেষ্টা করা হচ্ছে।
আজকের সিলেট/ডি/এসটি
