জুড়ীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ PM

জুড়ীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

সংবাদদাতা

প্রকাশিত: ১৬/০৯/২০২৫ ০৮:১২:২৯ PM

জুড়ীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত


মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় পরীক্ষা দিয়ে ভাইয়ের সাথে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় কলেজছাত্রী নিহত হয়েছেন।


নিহত ফরিদা আক্তার (২২) জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের দোহালিয়া গ্রামের আব্দুল আহাদের মেয়ে ও জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ছাত্রী। 


এ দুর্ঘটনায় তার ভাই ফরহাদ আহমদ (২৩) আহত হয়েছেন।


সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জুড়ী-বড়লেখা সড়কের আমতৈল (চালবন) নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।


জানা যায়, ফরিদা আক্তার কলেজের ডিগ্রি ৩য় বর্ষের ছাত্রী। সোমবার নয়াবাজার মাদরাসাকেন্দ্রে পরীক্ষা শেষে বিকেলে তার ভাইয়ের সাথে মোটরসাইকেলে বাড়ি যাবার সময় আমতৈল এলাকায় একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ভাই-বোনকে উদ্ধার করে জুড়ী উপজেলা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে ফরিদার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকের কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে রাতে সেখানে তিনি মারা যান। 


দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

আজকের সিলেট/প্রতিনিধি/এন.ই

সিলেটজুড়ে


মহানগর