হাতের শুষ্ক ত্বকের রুক্ষতা দূর করুন ঘরোয়া উপায়ে
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১১:২৬ PM

হাতের শুষ্ক ত্বকের রুক্ষতা দূর করুন ঘরোয়া উপায়ে

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৫ ০৯:২৬:০৬ AM

হাতের শুষ্ক ত্বকের রুক্ষতা দূর করুন ঘরোয়া উপায়ে


আমরা মুখের ত্বক ভালো রাখতে কত কী করি, অপর দিকে বেমালুম ভুলে যাই হাতের ত্বকের কথা। অথচ শরীরের অন্য যে কোন অঙ্গপ্রত্যঙ্গের মতো এ অংশের যত্ন নেওয়া জরুরি। প্রতিদিন নানা কারণে হাতের ত্বক শুষ্ক, রুক্ষ হয়ে যায়। কখনো কখনো ত্বক ফেটে যায়। হাতের ত্বক নরম ও মসৃণ রাখতে কিছু ঘরোয়া উপকরণই যথেষ্ট।

লেবু ও মধু
লেবু রুক্ষ ভাব দূর করার পাশাপাশি হাতের ত্বক উজ্জ্বল করে তোলে। বাসায় হাতের যত্ন নিতে বানিয়ে ফেলতে পারেন লেবু ও মধু দিয়ে প্যাক। একটি বাটিতে ৩ টেবিল চামচ লেবুর রস, ২ টেবিল চামচ মধু ও ১ চা চামচ বেকিং সোডার মিশ্রণ তৈরি করুন। এ বার এটি হাতের তালুতে মেখে ফেলুন। ২০মিনিট পর শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। রোজ করলে হাতের ত্বক হয়ে উঠবে মসৃণ। হাতের কনুই, হাঁটু, পায়ের গোড়ালির ময়লা দূর করতে লেবু কার্যকর। হাত ও পায়ের রুক্ষ ভাব দূর করতে লেবুর রসের সঙ্গে চালের গুড়ো মিশিয়ে হাত পায়ে লাগাতে পারেন।

টক দই ও বেসন
হাতের খসখসে ভাব দূর করতে দই আর বেসনের মিশ্রণ দারুণ কার্যকরী। দই মাখলে হাত মোলায়েম হয়। অন্য দিকে বেসন হাতের ত্বক উজ্জ্বল করে তোলে। একটি পাত্রে ৪ টেবিল চামচ বেসন ও ২ টেবিল চামচ দই মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এর পর হাতে মিশ্রণ ভাল করে লাগিয়ে রাখুন। মিনিট ১৫ পরে শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

টমেটো ও লেবু
টমেটো ও কিন্তু হাতের খসখসে ভাব দূর করতে পারে। তবে শুধু টমেটো ব্যবহার করলে চলবে না। সঙ্গে প্রয়োজন লেবুও। একটি পাত্রে টমেটো রস নিয়ে তার সঙ্গে সামান্য লেবুর রস ও গ্লিসারিন মিশিয়ে নিন। এ বার মিশ্রণটি হাতের তালুতে মেখে ১৫ মিনিট রেখে ঠাণ্ডা পানিতে হাত ধুয়ে নিন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর