সুরমার ভাঙনে বিলীন হওয়ার পথে মসজিদ
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ AM

সুরমার ভাঙনে বিলীন হওয়ার পথে মসজিদ

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৯/২০২৫ ১০:০২:১২ AM

সুরমার ভাঙনে বিলীন হওয়ার পথে মসজিদ


সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের মকসুদপুর দক্ষিণ পাড়া জামে মসজিদটি পুরাতন সুরমা নদীর ভয়াবহ ভাঙনের কবলে পড়ে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। ১৯৫৫ সালে নির্মিত ঐতিহ্যবাহী এই মসজিদটির নদী তীরবর্তী গাইডওয়াল এবং শৌচাগার সম্প্রতি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় মসজিদের মূল ভবন এখন চরম হুমকির মুখে। মসজিদ ফান্ডে আর্থিক সংকটের কারণে স্থানীয় মহল্লার লোকজন মসজিদটি রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে পারছেন না, ফলে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মকসুদপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের পূর্ব দিকের সম্পূর্ণ গাইডওয়াল মাটিসহ ধসে নদীতে বিলীন হয়ে গেছে। একইসঙ্গে উত্তর ও দক্ষিণ দিকের গাইডওয়ালের একাংশও ভেঙে পড়েছে। টাইলস দিয়ে নির্মিত দক্ষিণ পাশের সম্পূর্ণ শৌচাগারটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মসজিদের ভিটের গোড়া পর্যন্ত মাটি ধসে যাওয়ায় মূল মসজিদ ভবনটির ভবিষ্যৎ এখন অনিশ্চিত। স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে যেকোনো মুহূর্তে মসজিদটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

মসজিদ কমিটির মোতাওয়াল্লি জিল্লুর রহমান ভাঙনের ভয়াবহতা তুলে ধরে বলেন, আমাদের মকসুদপুর দক্ষিণ পাড়া জামে মসজিদটি বর্তমানে নদী ভাঙনের তীব্র ঝুঁকিতে রয়েছে। ইতিমধ্যেই মসজিদের গাইডওয়াল ও শৌচাগার ধসে পড়েছে। কিন্তু আমাদের মসজিদ ফান্ডে পর্যাপ্ত অর্থ না থাকায় মসজিদটি রক্ষায় কোনো কাজ করতে পারছি না।

সাবেক ইউপি সদস্য জাবিনুর চৌধুরী জাভেদ মসজিদ রক্ষার্থে সরকারি সাহায্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, নদী ভাঙন থেকে এই ঐতিহাসিক মসজিদটিকে রক্ষা করতে হলে দ্রুত সরকারি সাহায্য প্রয়োজন। আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন জরুরি ভিত্তিতে মসজিদটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর