
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কৃষক মো. ফারুক মিয়া (৫৩) হত্যা মামলার রহস্য মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই উদঘাটন করেছে পুলিশ। পুলিশ সুপারের দিকনির্দেশনায় মাধবপুর থানা পুলিশের দ্রুত অভিযানেই এই সাফল্য এসেছে। গ্রেফতারকৃতরা হলেন-মোহাম্মদ আলী ওরফে রুবেল (৩২) বিধান কর্মকার (৩৫)।
ঘটনার পর মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হলে পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে দু’জনকে আটক করা হয়।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত বিধান কর্মকার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বিকেল ৪টায় তার জবানবন্দি গ্রহণ করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পাওনা টাকা সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত। তবে তদন্ত এখনও চলমান রয়েছে এবং পুলিশ হত্যার পেছনের অন্য কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চালিয়ে যাচ্ছে।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
