সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে রয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইমরান আহমদ।
মঙ্গলবার সকালে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে চেকাপের জন্য নিয়ে আসা হলেও ডাক্তারদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সকালে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর তিনি বেশকিছু সময় হাসপাতালের পরিচালকের কক্ষে ছিলেন। পরে তাকে হাসপাতালের একটি কেবিনে ভর্তি করা হয়।
সূত্র জানিয়েছে, সাবেক মন্ত্রী ইমরান আহমদের শারীরিক অবস্থা অনেকটা ভালো। কেবিনে নেওয়ার পর তার সঙ্গে ঘনিষ্ট কয়েকজন দেখা করেছেন এবং তিনি তাদের সঙ্গে কথাও বলেছেন।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার তরিকুল ইসলাম জানান, ইমরান আহমদ নানান শারীরিক সমস্যায় ভুগছেন। তাই তাকে চিকিৎসার জন্য সকালে কারাগার থেকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়।
তবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র বুধবার সকালে জানিয়েছেন, তিনি মূলত বার্ধক্যজনিত রোগে ভোগছেন। তার কিডনি, হাই ব্লাড প্রেসার, হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যা রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ২১ অক্টোবর রাতে ঢাকার বনানী থেকে সাবেক মন্ত্রী ইমরান আহমদকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে সিলেটের একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়। গত ৫ ফেব্রুয়ারি সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ওইদিন তিনটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর থেকে তিনি সিলেট কারাগারে ছিলেন।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








